খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

যশোরে পৃথক অভিযানে চোলাই মদ ও ইয়াবাসহ আটক ৫

যশোর প্রতিনিধি

যশোর কোতয়ালি মডেল থানা, উপশহর পুলিশ ক্যাম্প, পুরাতন কসবা পুলিশ ফাঁড়ি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ১২ লিটার চোলাই মদ এবং ইয়াবা উদ্ধার করেছে।

এসময় মাদকদ্রব্য দখলে রাখা ও মদ, গাঁজা সেবনের অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে, যশোর সদর উপজেলার বাহাদুরপুর দক্ষিণপাড়ার মৃত আকরাম হোসেনের ছেলে শিমুল হোসেন, শহরের বকচর টিবি হাসপাতালের সামনে রমজানের ছেলে তানভীর হাসান, মুড়লী জোড়ামন্দির প্রাইমারি স্কুলের পিছনের শাহজাহা মির্জার ছেলে সাকিল মির্জা, সদর উপজেলার নুরপুর গ্রামের বজলুর রহমানের ছেলে রাজিব হোসেন ও একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে তারিক হাসান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক-সার্কেলের উপ-পরিদর্শক আকবর হোসেন জানান, চাঁচড়া রায়পাড়া কয়লাপট্টি এলাকার আরাতুল ইসলাম রাসেলের বাড়িতে অভিযান চালায়। এসময় রাসেল পালিয়ে যায়। পরে তার ঘর হতে ২৫ পিস ইয়াবা উদ্ধার করে। আরাতুল ওই এলাকার মৃত মইনুদ্দিনের ছেলে।

অপরদিকে, পুরাতন কসবা ফাঁড়ি পুলিশ কারবালা কবরস্থান রোড মসজিদের পাশ থেকে রাজিব হোসেন ও তারিক হাসানকে গাঁজা সেবনের অভিযোগে আটক করে। পরে তাদের ডোপ টেস্ট করে গাঁজা সেবনের অভিযোগ প্রমানিত হওয়ায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়। চৌরাস্তা মোড় বনফুল দোকানের সামনে থেকে মদ সেবনের অভিযোগে তানভীর হাসান ও সাকিল মির্জাকে আটক করা হয়।

এছাড়া, উপশহর পুলিশ ক্যাম্পের সদস্য যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর গ্রামের রজনীগন্ধ্যা ফিলিং স্টেশনের সামনে থেকে ১২ লিটার চোলাই মদসহ শিমুল হোসেনকে আটক করে। আটক ও পলাতক আসামীদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে আলাদা মামলা হয়েছে।

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!