যশোরের নাভারণে ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা করার সময় একজনকে আটক করেছে পুলিশ। আটকের পর তিনি নিজের নাম বলেছেন সুরাইয়া আক্তার মিষ্টি (২০)। তার বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলায়। শার্শা থানা পুলিশ এ তথ্য জানিয়েছে।
শার্শা থানার এস আই তারিকুল ও উলাশী বাজার কমিটির সভাপতি জামাল উদ্দিন পিপুল বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে উলাশী বাজারে একটি ছোট মাইক্রোবাস থেকে নামেন আটক মিষ্টি। তিনি বাজারের সিরাজ উদ্দিনের মুদি দোকান, মনিরুজ্জামানের টেলিফোনের দোকান, নেয়ামত আলীর ডিপার্টমেন্টাল স্টোর, ইমান হোসেনের চায়ের দোকানসহ কয়েকটি দোকানে প্রবেশ করে ম্যাজিস্ট্রেট পরিচয় দেন। দোকান মালিকদের ফ্রিজ খুলতে বলেন এবং মেয়াদোত্তীর্ণ মালামাল থাকলে দোকান মালিকদের নামে মামলাসহ বিভিন্ন ধরনের শাস্তির হুমকি দেখাতে থাকেন। তার আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে দোকান মালিকদের একজন শার্শা থানায় ফোন দেন। এরপর পুলিশ এসে সুরাইয়া আক্তার মিষ্টিকে থানায় নিয়ে যায়
এসআই তারিকুল জানিয়েছেন, তার কথাবার্তা সন্দেজনক হওয়ায় তাকে থানায় নিয়ে আসা হয়। সেখানে তিনি স্বীকার করেছেন তিনি ম্যাজিস্ট্রেট নন। আটকের সময় তার কাছে একটি ডায়েরি, একটি নোটবুক ও ব্র্যাক’র একটি পরিচয়পত্র পাওয়া যায়। মিস্টি পুলিশকে আরও জানিয়েছে তিনি পূর্বে নাভারণ বাজারের একটি ডায়াগনস্টিক সেন্টারে রিসিপশন বিভাগে চাকরি করতেন। মিষ্টির বিরুদ্ধে শার্শা থানায় একটি মামলা হয়েছে বলে জানান এস আই তারিকুল।
খুলনা গেজেট/ টি আই