যশোর কোতোয়ালি থানা পুলিশ শহরের চারখাম্বা রাসেল চত্বর এলাকার একটি পরিত্যক্ত ভবন থেকে দুটি ককটেল, দুটি খালি টিনের জর্দার কৌটা, বিস্ফোরক সাদৃশ্য গুড়া ও ২৫টি জালের কাঠিসহ চার যুবককে আটক করেছে।
আটককৃতরা হলেন, শহরের চারখাম্বা মোড়ের দিলীপ নায়েকের ছেলে অনিন্দ নায়েক দেবা, ষষ্ঠিতলা বসন্ত কুমার রোডের কামরুল হাসানের ছেলে এহসান হাসান খান নাইচ, ষষ্ঠিতলাপাড়া পিটিআই রোডের ফারুক চৌধুরির ছেলে চৌধুরি নাফিজ জামান রাফি ও ষষ্ঠিতলা কাস্টমস অফিসার বজুর রহমানের বাড়ির ভাড়াটিয়া রফিকের ছেলে সোহাগ। এ ঘটনায় এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।
মামলায় বাদী বলেছেন, গত ২৮ মে সন্ধ্যায় শহরের আর এন রোড এলাকায় অবস্থানকালে পুলিশ জানতে পারে রাসেল চত্বর সংলগ্ন এসকেএফ ওষুধ কোম্পানির ক্রয়কৃত পুরাতন ও পরিত্যক্ত দু’তলা বাড়ির নীচতলার রুমের মধ্যে কিছু ব্যক্তি বিস্ফোরকদ্রব্য নিয়ে অবস্থান করছে। এ খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছুলে আসামিরা পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ ওই চারজনকে আটক করে। পরে তাদের কাছ থেকে ককটেলসহ সরঞ্জাম উদ্ধার করা হয়।
খুলনা গেজেট/কেডি