যশোরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইয়াসিন (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার যশোর জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে তাঁর মৃত্যু হয়। সোমবার এ তথ্য জানিয়েছেন জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) পার্থ প্রতীম চক্রবর্তী। মৃত কিশোর যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) পার্থ প্রতীম চক্রবর্তী বলেন, ইয়াসিন নামে এক রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার খুলনা থেকে এসে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে খুলনা বা ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। কিন্তু রোগীর স্বজনেরা তাকে অন্য কোথাও নেয়নি। পরে ২ সেপ্টেম্বর এ হাসপাতালে আইসিইউ বেড খালি হওয়ার পর তাকে সেখানে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন দুপুরে তার মৃত্যু হয়।
যশোর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যশোর জেলায় ৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এছাড়া জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২৯ জন। এরমধ্যে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৩ জন। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত আট মাসে যশোরে ছয়জনের মৃত্যু হলো।
খুলনা গেজেট/এইচ