যশোরে চাঁদাবাজির অভিযোগে ৩ যুবককে আটক করেছে পুলিশ। এ সময়ে তাদের কাছ থেকে ২টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। রোববার তাদের আটক করে পুলিশ।
আটক হওয়া যুবকেরা হল, শহরের ঘোপ সেন্ট্রাল রোডের লিটনের ছেলে মামুন হোসেন, ঘোপ নওয়াপাড়া রোডের মৃত আজাহারের ছেলে সুজন খাঁ ও খালধার রোডের কামাল হোসেনের ছেলে রাশেদ খাঁ।
পুলিশ জানায়, উল্লেখিত আটক ৩ যুবক শহরতলির শেখহাটি গ্রামের আশরাফুজ্জামানের ছেলে আরাফাত জামানের কাছে গত কয়েকদিন যাবত চাঁদা দাবি করে আসছিল। রোববার রাত ৯ টার দিকে আরাফাত জামান তার ভাইকে নিয়ে যশোর শহরে যাবার জন্য রাজারহাট মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এসময় ওই ৩ যুবক তাদের ধরে কচুয়া ব্রিজে নিয়ে যায়। সেখানে নিয়ে তার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি ওই ৩ যুবক। চাঁদা দিতে অস্বীকার করায় তারা আরাফাতের পকেটে থাকা ১১ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় তার চিৎকারে স্থানীয়রা এসে মামুন ও সুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে পুলিশ অভিযান চালিয়ে আরও একজনকে আটক করে।
এ ব্যাপারে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় চাঁদাবাজি মামলা হয়েছে। এ মামলায় আটককৃতদের আদালতে চালান দেয়া হয়েছে।
খুলনা গেজেট/ এসজেড