যশোরে চাঁদাদাবি ও ভাংচুরের অভিযোগে মাই টিভির বাঘারপাড়া প্রতিনিধি আক্তার হোসেনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বুধবার (৫ মার্চ) খাজুরা বাজারের পার্লার ব্যবসায়ী কেয়া খাতুন বাদী হয়ে এ মামলা করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে ডিবি পুলিশকে প্রতিবেদন দেয়ার আদেশ দিয়েছেন।
আসামি আক্তার হোসেন বাঘারপাড়া উপজেলার চন্ডিপুর গ্রামের বানু শেখের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, আক্তার বেশ কিছুদিন ধরে খাজুরা বাজারের আরএস বিউটি পার্লার এন্ড ট্রেনিং সেন্টারে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসাছিল। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি ব্যবহার করে এডিট করা ছবি দিয়ে তার প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করছিল। এর প্রতিবাদ করায় তার উপর চরমভাবে ক্ষিপ্ত হয় আক্তার ও তার লোকজন। গত ১ মার্চ দুপুরে আক্তার ও অপরিচিত ২/৩ জন পার্লারে গিয়ে চাঁদার টাকা দাবি করে। এ টাকা দিতে রাজি না হওয়ায় আক্তার ও তার লোকজন পালার ভাংচুর করে ক্যাশে থাকা পাঁচ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় খেয়া খাতুন আদালতে এ মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে সাংবাদিক আক্তার হোসেনের মোবাইল নাম্বারে একাধিক বার কল করলেও তিনি রিসিভ করেননি।
খুলনা গেজেট/এএজে