যশোর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৭ জন মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে আক্রান্ত হয়ে হাসপাতালের রেডজোনে ৪ জন ও উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছেন।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডা. আরিফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যশোর জেনারেল হাসপাতালের রেডজোনে বুধবার ভর্তি রয়েছেন ১৫৫ জন এবং ইয়েলোজোনে ৫২ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৯৮৭টি নমুনা পরীক্ষায় ২৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ১৯ শতাংশ। এর মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার ৬২৮টি নমুনা পরীক্ষায় ২০০ জন, হাসপাতালের র্যাপিড অ্যান্টিজেন ৩৫২টি পরীক্ষায় ৯৫ জন, জিন এক্্রপার্ট ৭টি পরীক্ষায় ৩ জন পজিটিভ হয়েছেন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৬ হাজার ৫০১ জন, সুস্থ্য হয়েছেন ৯ হাজার ৫৮২ জন, করোনায় মারা গেছেন ২৪৯ জন৷
শনাক্তদের মধ্যে যশোর সদর উপজেলায় সর্বোচ্চ ২০৪ জন, কেশবপুরে ১ জন, ঝিকরগাছায় ২৯ জন, অভয়নগরে ২৭ জন, মনিরামপুরে ৮ জন, বাঘারপাড়ায় ১২ জন, শার্শায় ৫ জন, চৌগাছা উপজেলায় ১২ জন রয়েছেন।
খুলনা গেজেট/এনএম