খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৮৩
  ১৬ ডিসেম্বর ঘিরে কোনো ধরণের হামলার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
  মহাখালীতে সড়ক-রেললাইন অবরোধ শিক্ষার্থীদের, সারা দেশের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ

যশোরে করোনা সংক্রমণ বৃদ্ধিতে ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে কঠোর বিধিনিষেধ আরোপ

যশোর প্রতিনিধি

যশোরে করোনাভাইরাসের সংক্রমণে বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। সংক্রমণ ঠেকাতে রেডজোন হিসেবে চিহিৃত শহরের কয়েকটি এলাকায় চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। শনিবার রাতে যশোর সার্কিট হাউজে করোনা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভা সূত্রে জানা গেছে, যশোর জেলায় করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় ও আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় শহরের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডকে কঠোর স্বাস্থ্যবিধির আওতায় আনা হয়েছে। এছাড়া অভয়নগর উপজেলার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডকে এবং ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়রকে কঠোর স্বাস্থ্যবিধির আওতায় আনা হয়েছে।

বিষয়টি নিয়ে যশোর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান বলেন, সম্প্রতি যশোরে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত ও সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জেলাকে কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে। এরমধ্যে রেডজোন হিসেবে বিভক্ত করা অঞ্চলগুলোকে শনিবার রাত থেকে চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে। নির্ধারিত ওইসব এলাকায় মানুষ যথাযথ স্বাস্থ্যবিধি না মানলে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!