খুলনা, বাংলাদেশ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত
  শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম গ্রেপ্তার
  নিউইয়র্কে ছুরিকাঘাতে নিহত ২

যশোরে এহসান রিয়েল এস্টেটের চেয়ারম্যানসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে এহসান রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যানসহ ২৬ জনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকার মৃত আব্দুস সামাদের স্ত্রী রহিমা খাতুন ও সদর উপজেলার কামালপুর গ্রামের মৃত তুরফান গাজীর ছেলে ওসমান গাজীর এ মামলা দায়ের করেন। আদালতে তাদের পক্ষে সোমবার (১৩ সেপ্টেম্বর) মামলা দুটি করেছেন যশোর শহরের পশ্চিম বারান্দিপাড়া কদমতলার রবিউল ইসলামের ছেলে মফিজুল ইসলাম ইমন।

অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ আহম্মেদ অভিযোগ আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন। মামলায় অভিযুক্তরা হলেন, এহসান রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নিশ্চিন্তপুরের মুফতি আবু তাহের নদভী, প্রধান নির্বাহী ব্যবস্থাপক মাগুরা সদর উপজেলার সাজিয়ারা গ্রামের কাজী রবিউল ইসলাম, ব্যবস্থাপক মাগুরা সদর উপজেলার শিমুলিয়া গ্রামের জুনায়েদ আলী, পরিচালক মাগুরা সদর উপজেলার রাউতলা গ্রামের আজিজুর রহমান, কুষ্টিয়ার মিরপুরউপজেলার লক্ষীধরদিয়াড় গ্রামের মঈন উদ্দিন, খুলনার লবণচরা হরিণটানা রিয়াবাজার এলাকার মুফতি গোলাম রহমান, গাজীপুরের টঙ্গী উপজেলার চড়মাটিন এলাকার আব্দুল মতিন, মহাপরিচালক (প্রশাসন) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার খুবদিপুর এলাকার আমিনুল হক, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লিচুবাগান জামালকান রোডের কলিমুল্লাহ কলি, পরিচালক খুলনার খানজাহান আলী থানার শিরোমনি এলাকার মিজানুর রহমান, যশোর সদর উপজেলার রামনগর গ্রামের মুফতি ইউনুস আহম্মেদ, খুলনার পাইকগাছা উপজেলার সরল এলাকার মনিরুল ইসলাম, মাগুরা সদর উপজেলার শিমুলিয়া গ্রামের আইয়ুব আলী, যশোরের বাঘারপাড়া উপজেলার ধান্যপাড়া গ্রামের সামসুজ্জামান টিটু, ব্যবস্থাপক (যশোর শাখা) মাগুরা সদর উপজেলার শিমুলিয়া গ্রামের আতাউল্লাহ, যশোরের কেশবপুর উপজেলার বেতিখোলা গ্রামের আব্দুল হালিম, মাঠকর্মী যশোর শহরের কারবালা রোডের সিরাজুল ইসলাম সোনা মিয়া, উপশহর এ-ব্লক এলাকার শামসুর রহমান, সমন্বয়কারী সেক্রেটারি যশোর শহরতলির শেখহাটি জামরুলতলা এলাকার বাবর আলী, একই এলাকার আব্দুল হক, শার্শা উপজেলার তেবাড়িয়া গ্রামের এসএম সেলিম উল চৌধুরী, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সুন্দরকাটি গ্রামের মোকসেদ আলী, যশোর সদর উপজেলার রামনগর গ্রামের মুফতি ফুরকান আহমেদ, চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের লোকমান হোসেন, যশোর শহরের পুলিশ লাইন টালিখোলার মোহাম্মদ আলী ও উপশহর ই-ব্লকের আক্তারুজ্জামান।

মামলায় উল্লেখ করা হয়েছে, আসামি সিরাজুল ইসলাম তার পূর্বপরিচিত। প্রলোভনে পড়ে রহিমা খাতুন ২০১৩ সালের ১ আগস্ট থেকে ২০১৪ সালের ১ জুলাই পর্যন্ত ওই কোম্পানিতে ১৩ লাখ ২৫ হাজার টাকা লগ্নি করেন। কিন্তু কোম্পানির কর্মকর্তারা তাকে মুনাফা ও আসল টাকার কোনোটাই দেননি। টাকা ফেরত দিতে অস্বীকার করায় তিনি আদালতে এ মামলা করেন।

এদিকে, ওসমান গাজীর পক্ষে করা মামলায় উল্লেখ করা হয়, আসামি সিরাজুল ইসলাম মাঠকর্মী সেক্রেটারি পরিচয় দিয়ে তাকে অর্থ লগ্নি করতে প্রলোভন দেন। ওসমান গাজী ২০১০ সালের ২৯ সেপ্টেম্বর থেকে ২০১৪ সালের ২৩ এপ্রিল পর্যন্ত ১৮ লাখ ৬০ হাজার টাকা লগ্নি করেন। সর্বশেষ, চলতি বছরের ২০ আগস্ট তাদের কাছে লগ্নিকৃত টাকা ফেরত চাইলে তারা দিতে অস্বীকার করেন। এ বিষয়ে মামলার বাদীপক্ষের আইনজীবী তাজ হোসেন তাজু বলেন, এরআগেও এহসানের বিরুদ্ধে যশোরে ১১টি মামলা হয়েছে। যার প্রত্যেকটিই পিবিআই তদন্ত করে আদালতে প্রতিবেদন দিয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!