যশোরে আলোচিত ইয়াসিন হত্যা মামলার প্রধান আসামি রানা ওরফে স্বর্ণকার রানার স্বীকারোক্তিতে দুটি রামদা উদ্ধার করেছে ডিবি পুলিশ।
তিনদিন পর হাসপাতাল থেকে ছাড়পত্র পাবার পর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মফিজুল ইসলাম তাকে হেফাজতে নেন। এরপরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যা স্থলের পাশের একটি ড্রেন থেকে হত্যাকান্ডে ব্যবহৃত দুটি রামদা উদ্ধার করা হয়।
তদন্তকারী কর্মকর্তা এসআই মফিজুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে রানাকে খুলনার শিরোমনি এলাকা থেকে আটক করা হয়। এদিন রাতেই তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসা শেষে রানা সুস্থ হয়ে উঠলে শনিবার পুলিশ তাকে হেফাজতে নেয়। এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দুটি অস্ত্রেরর কথা স্বীকার করে। পরে শংকরপুর চোপদারপাড়া এলাকার একটি ড্রেন থেকে তার দেখানো দুটি রামদা উদ্ধার করে পুলিশ।
এ সময় উপস্থিত ছিলেন ডিবি পুলিশ পরিদর্শক শেখ শাহিনুর রহমান, শহিদুল ইসলাম, এএসআই গৌতম, আমিনুর রহমানসহ এলাকার শত শত উৎসুক জনতা।
উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি রাতে বেজপাড়া ব্রাদার্স ক্লাবে সন্ত্রাসী হামলায় ধারালো অস্ত্রের আঘাতে যুবলীগ কর্মী ইয়াসিন খুন হয়। এ হত্যা মামলার অন্যতম আসামি রানা ওরফে স্বর্ণকার রানা।
খুলনা গেজেট/এস আই