যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান ধাবকের বাড়িতে সোমবার রাত পৌনে ১টার দিকে সন্ত্রাসীরা বোমা হামলা চালিয়েছে। এ হামলার ঘটনায় কোন হতাহত ঘটেনি।
চেয়ারম্যান লুৎফর রহমান বলেন, সোমবার রাত ১২ঃ৪৫ মিনিটে হঠাৎ আমার বাড়ির আঙিনায় বিকট শব্দে বোমার বিস্ফোরণ ঘটে। তখন বাড়ির সবাই ঘুমিয়েছিল। বোমার বিকট শব্দ শুনে চিল্লাপাল্লা করলে মোবাইল ফোনে এলাকাবাসীকে বিষয়টি জানাইলে লোকজন দ্রুত আমার বাড়িতে ছুটে আসে, এ সময় সন্ত্রাসীরা দ্রুত সরে পড়ে। পরে মাঠের ভিতরে আতঙ্ক সৃষ্টির জন্য আবারও বোমার বিস্ফোরণ ঘটায়।
তিনি আরও বলেন, দীর্ঘ ৪৬ বছর ধরে কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি। তিনবার কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। যারা এ নেক্কারজনক বোমা হামলা চালিয়েছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
এ ব্যাপারে কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সোমবার বিকাল পাঁচটায় নিমতলী ট্যাকের বাজারে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাজমুল ও এএসআই আজাদ।
খুলনা গেজেট/এনএম