যশোরে অস্ত্র মামলায় এক ব্যক্তির দশ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৩ ফেব্রুয়ারি) স্পেশাল ট্রাইব্যুনাল-৫ এর বিচারক আসিফ ইকবাল এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন ওরফে দিলু মণিরামপুর উপজেলার বিজয়রামপুর বাধাঘাটা গ্রামের মৃত মাহাবুব গাজীর ছেলে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের এপিপি পলক কুমার মৈত্র।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২১ আগস্ট রাত আটটার দিকে মণিরামপুর থানা পুলিশ জানতে পারে অস্ত্র নিয়ে ডাকাতি প্রস্তুতি নিচ্ছে দিলুসহ তার সহযোগীরা। তারা দিলুর বাড়িতে অবস্থান করছে। তাৎক্ষণিক থানার এসআই রবিউল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে রাত ১০ টার দিকে দিলুকে আটক করে। এসময় অন্যরা পালিয়ে যায়।
পরে দিলুর খাটের নীচ থেকে এক রাউন্ড গুলি ভর্তি একটি পাইপগান উদ্ধার করা হয়। এ ঘটনায় দিলুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহজাহান আহমেদ ২০১৩ সালের ২৪ সেপ্টেম্বর আদালতে দিলুর বিরুদ্ধে চার্জশিট জমা দেন।
আদালতের বেঞ্জ সহকারী মনিরুল ইসলাম জানান, রায়ের সময় দিলু পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
খুলনা গেজেট/ এস আই