যশোরের বিরামপুর থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার মাসুদ রানা ও তার সহযোগী মহিদুলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। গ্রেপ্তার মাসুদ রানা বিরামপুর গ্রামের সামছুল হকের ও মহিদুল ইসলাম এনায়েতপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। মামলার তদন্ত শেষে ডিবি পুলিশের এসআই চন্দ্র কান্ত গাইন আদালতে এ চার্জশিট দেন।
গত ২২ মার্চ রাতে পুলিশ জানতে পারে বিরামপুরে অস্ত্র বেচাকেনা হচ্ছে। ডিবি পুলিশের বিশেষ টিম সকাল সাড়ে ১০ টায় অভিযান চালিয়ে মাসুদ রানাকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে একটি আমগাছের গোড়া থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রানার এক সহযোগী পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রানাসহ অজ্ঞাত আসামি করে কোতোয়ালি থানায় মামলা করে। পরে পুলিশের তদন্তে উঠে আসে পালিয়ে যাওয়া ব্যক্তি এনায়েতপুরের মহিদুল। তদন্ত কর্মকর্তা ওই দুইজনকে অভিযুক্ত করে মঙ্গলবার বিকেলে আদালতে এ চার্জশিট দাখিল করেন।