খুলনা, বাংলাদেশ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত পাঁচ বছরের শিশুর মৃত্যু
  চট্টগ্রামের রাউজান উপজেলায় দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের সাজাপ্রাপ্ত অফিস সহায়ক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের সাবেক অফিস সহায়ক মামুন আনসারীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

তিনি শহরের বারান্দি মালোপাড়ার আলমগীর হোসেনের ছেলে। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা জেলায় কর্মরত রয়েছেন।

মামুন আনসারী চেক ডিজঅনার মামলার ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি।

বৃহস্পতিবার(২১ জুলাই) সকালে শহরতলীর বাহাদুরপুর থেকে তাকে আটক করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হলে যুগ্ম জেলা জজ শিমুল কুমার বিশ্বাস কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ১৫ অক্টোবর মণিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে ফিরোজুল ইসলাম বাদী হয়ে মামুনের বিরুদ্ধে তিন লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগে আদালতে মামলা করেন। এ মামলায় চলতি বছরের ২২ জুন আসামির ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও তিন লাখ টাকার অর্থদন্ডের আদেশ দেয় আদালত।

মামুন পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর বৃহস্পতিবার তাকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।

খুলনা গেজেট / আ হ আ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!