চাকরি দেয়ার নামে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে যশোর শিক্ষাবোর্ডের উপ-সচিব ও তার স্বামীর বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার যশোর উপশহর এফ ব্লকের নার্গিস সুলতানা বাদী হয়ে এ মামলা করেন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
অভিযুক্তরা হলেন, যশোর উপশহরের এফ-ব্লকের বাসিন্দা ও যশোর শিক্ষা বোর্ডের উপ-সচিব জাহানারা খাতুন ঝর্ণা ও তার স্বামী আব্দুল মান্নান।
মামলা সূত্রে জানা গেছে, মামলার বাদী নার্গিস সুলতানার প্রতিবেশি আসামিরা। নার্গিস সুলতানা এমএ পাশ করে দীর্ঘদিন বাড়িতে বেকার জীবন যাপন করছেন। একদিন আসামি জাহানারা খাতুন তাকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক অথবা বোর্ডে চাকরি দিয়ে দিবেন বলে প্রস্তাব দেন। এ জন্য তিনি তার কাছে ছয় লাখ টাকা দাবি করেন। প্রথমে দুই লাখ পরে নিয়োগ পত্র হাতে পেয়ে বাকি চার লাখ টাকা দিবে হবে বলে আসামিদের সাথে কথাবার্তা হয়। আসামিদের দেয়া ব্যাংক হিসাব নম্বরে ২০১৫ সালের ১০ অক্টোবর নার্গিস সুলতানা দুই লাখ টাকা জমা দেন। এক বছরের মধ্যে চাকরি দেয়ার কথা থাকলেও তারা চাকরি দিতে ব্যর্থ হন। পরবর্তীতে তাদের দেয়া দুই লাখ টাকা ফেরত চাইলে না দিয়ে ঘোরাতে থাকেন। গত ১ মে আসামিদের বাড়িতে যেয়ে টাকা ফেরত চাইলে দিতে অস্বীকার ও গালিগালাজ দিয়ে তাড়িয়ে দেন। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।
খুলনা গেজেট/কেডি