যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রাজেক আহমেদ (৭১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। শুক্রবার দুপুর ১টা ১০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
জাসদের কার্যকরি সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম জানান, শুক্রবার দুপুর ১২ টার দিকে শহরের ঘোপ সেন্ট্রাল রোডের বাড়িতে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর দুপুর ১টায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। এসময় পরিবারের সদস্যরা তাকে দ্রæত জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, বীর মুক্তিযোদ্ধা রাজেক আহমেদ দীর্ঘদিন ধরে হার্ট ও কিডনি জনিত রোগে ভুগছিলেন।
বীর মুক্তিযোদ্ধা রাজেক আহমেদের মৃত্যুর খবরে শহরে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তার বাড়িতে ছুটে যান। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এদিন বিকেল ৫ টায় ঘোপ সেন্ট্রাল রোড সরকারি স্টাফ কোয়ার্টার মাঠে তাকে রাষ্ট্রিয় সম্মাননা গার্ড অব অনার জানানো হয়। বাদ এশা শহরের ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এখানে শহরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে তাকে ঘোপ সেন্ট্রাল রোড পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা রাজেক আহম্মেদ সাবেক এমপি আলী রেজা রাজুর ছোট ভাই ও তিনি চিত্রনায়ক ফেরদৌসের চাচা শ্বশুর।