যশোর পৌরসভার প্যানেল মেয়র-১ নির্বাচিত হয়েছেন ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোকসিমুল বারী অপু। বুধবার এ পদে নির্বাচনে তিনি পেয়েছেন ৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলমগীর কবীর সুমন পেয়েছেন ৫ ভোট।
এছাড়া প্যানেল মেয়র-২ নির্বাচিত হয়েছেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোকেয়া বেগম ডলি। তিনিও পেয়েছেন ৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজিবুল আলম পেয়েছেন ৫ ভোট। প্যানেল মেয়র-৩ হয়েছেন মহিলা সংরক্ষিত আসন-১ এর কাউন্সিলর আইরিন পারভিন ডেইজি। তিনি পেয়েছেন ৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রদীপ কুমার নাথ বাবলু পেয়েছেন ৫ ভোট।
নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশের উপস্থিতিতে নির্বাচনের মাধ্যমে এ ফলাফল প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর পৌরসভার সচিব আজমল হোসেন। তিনি জানান, নির্বাচনে ১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
খুলনা গেজেট/এমএইচবি