খুলনা, বাংলাদেশ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নতুন সংবিধান প্রণয়ন হওয়া পর‌্যন্ত ৭২’র সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা যেতে পারে, ছোট আইন করেও বড় পরিবর্তন সম্ভব : আসিফ নজরুল
  রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন করে গেজেট প্রকাশ
  এ মাসের শেষে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে : আবহাওয়া অফিস

যশোর পৌরসভার প্যানেল মেয়র হলেন অপু

যশোর প্রতিনিধি

যশোর পৌরসভার প্যানেল মেয়র-১ নির্বাচিত হয়েছেন ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোকসিমুল বারী অপু। বুধবার এ পদে নির্বাচনে তিনি পেয়েছেন ৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলমগীর কবীর সুমন পেয়েছেন ৫ ভোট।

এছাড়া প্যানেল মেয়র-২ নির্বাচিত হয়েছেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোকেয়া বেগম ডলি। তিনিও পেয়েছেন ৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজিবুল আলম পেয়েছেন ৫ ভোট। প্যানেল মেয়র-৩ হয়েছেন মহিলা সংরক্ষিত আসন-১ এর কাউন্সিলর আইরিন পারভিন ডেইজি। তিনি পেয়েছেন ৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রদীপ কুমার নাথ বাবলু পেয়েছেন ৫ ভোট।

নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশের উপস্থিতিতে নির্বাচনের মাধ্যমে এ ফলাফল প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর পৌরসভার সচিব আজমল হোসেন। তিনি জানান, নির্বাচনে ১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

খুলনা গেজেট/এমএইচবি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!