যশোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নির্মাণ শ্রমিকদের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসী। বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে শহরের মুজিব সড়কে পঙ্গু হাসপাতালের সামনের এ ঘটনাটি ঘটে। হামলায় চার শ্রমিক গুরুতর আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ উঠেছে, পঙ্গু হাসপাতালের দারোয়ান, গাড়ির ড্রাইভারসহ স্থানীয় বখাটে যুবকেরা মিলে শ্রমিকদের মারপিট করেছে।
আহতরা হলেন, সদর উপজেলার ছোট মেঘলা গ্রামের আব্দুর রবের ছেলে মোঃ রমজান, ধোপাখোলা গ্রামের রাসেল হোসেন, একই গ্রামের তরিকুল ইসলামের ছেলে মোরশেদ হোসেন ও নাজমুল হোসেন।
আহতরা জানান, তারা এদিন সকালে শহরের বড়বাজারে একসাথে বাইসাইকেল যোগে নির্মাণ কাজ করতে যাচ্ছিলেন। পথিমধ্যে পঙ্গু হাসপাতালের সামনে (ঢাকা-মেট্রো-গ-৪৫-১২৩১) নম্বারের একটি প্রাইভেট কার সড়কের উল্টো পাশে আসায় কারের লুকিং গ্লাসে হালকা ঘসা লাগে। এতে কারের চালক আক্রমনাত্মক ভাবে শ্রমিকদের উপর হামলা চালায়। এরপরে চালক কোন এক ব্যক্তিকে মুঠোফোন করলে আশপাশ থেকে ৮/১০ জন এসে এলোপাতাড়িভাবে ৪ শ্রমিককে মারপিট করে। এ সময় পঙ্গু হাসপাতালে অন্যান্য ড্রাইভার ও দারোয়ান এসেও তাদেরকে মারপিট করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।
এ ব্যাপারে পঙ্গু হাসপাতালের ম্যানেজার আতিয়ার রহমান বলেন, হাসপাতালের সামনে মারামারির ঘটনা শুনেছি। এটা হাসপাতালের বাইরের ঘটনা। আর গাড়িটি হলো কেশবপুরের এক ডাক্তারের, তিনি এখানে প্রাক্টিস করতে আসেন। তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, মারামারির ঘটনায় তার হাসপাতালের কোন স্টাফ জড়িত ছিলো না।
খুলনা গেজেট/ বিএম শহিদ