খুলনা, বাংলাদেশ | ১০ পৌষ, ১৪৩১ | ২৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  চাঁদপুরে জাহাজে ৭ জনকে হত্যা: আসামি ইরফান ৭ দিনের রিমান্ডে

মোংলা পৌর মহিলা দলের কমিটিতে সভানেত্রী কমলা, সম্পাদিকা আয়শা

মোংলা প্রতিনিধি

মোংলা পৌর মহিলা দলের ৫৩ বিশিষ্ঠ কমিটি ঘোষনা করা হয়েছে। বাগেরহাট জেলা মহিলা দলের সভানেত্রী শাহিদা বেগম ও সাধারন সম্পাদিকা নারগিস আক্তার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ১৪ জুন বুধবার বিকালে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মোংলা পৌর সভার ১,২ ও ৩ নং ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর মোসাঃ কমলা বেগমকে সভানেত্রী, এবং সাবেক মহিলা (৪,৫,৬ নং ওয়ার্ড) কাউন্সিলর মোসাঃ লিলি বেগমকে সিঃ সহ- সভানেত্রী ও ৭,৮ ও ৯ ওয়ার্ডের সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোসাঃ আয়শা বেগমকে সাধারন সম্পাদিকা, এবং মিসেস বেবি রহমানকে যুগ্ন সম্পাদিকা ও মোসাঃ ফাতেমা বেগমকে সাংগঠিনিক সম্পাদিকা করে সর্বমোট ৫৩ জনের নাম ঘোষনা করা হয়েছে।

নবনিযুক্ত কমিটির সভানেত্রী কমলা বেগম ও সাধারণ সম্পাদিকা আয়শা বেগম বলেন দীর্ঘ দিন রাজপথে থেকে মানুষের গনতান্ত্রিক অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করে গেছি । এবং আগামী দিনগুলোতে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করতে সাধারণ মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার ফিরিয়ে আনতে আমরা রাজপথে থেকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করে যাবো।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!