খুলনা, বাংলাদেশ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  এই ইসির অধীনে নির্বাচন করবে না এনসিপি : নাসিরুদ্দীন পাটোয়ারী
  নিরপেক্ষতায় উদ্বেগ এনসিপির : মন্তব্যে নারাজ ইসি
  করিডোর নিয়ে কারো সাথে কোনো আলোচনা হয়নি: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

মোংলা পৌর বিএনপির আহবায়কসহ ২১ জনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোংলা প্রতিনিধি

মোংলা পৌর বিএনপি’র আহবায়ক ও সহযোগী সংগঠনের নেতাদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত’ মামলার প্রতিবাদে (২১ মে ২০২৫) মোংলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন মোংলা পৌর বিএনপির নেতৃবৃন্দ। তারা মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়ে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার আহ্বান জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোংলা পৌর বিএনপির যুগ্ন আহবায়ক এমরান হোসেন। তিনি জানান, গত ২০ মে মোংলা থানায় এনসিপির প্ররোচনায় বিএনপির মোংলা পৌর আহ্বায়ক ও সাবেক মেয়র জুলফিকার আলী এবং যুবদল নেতা ও সাবেক কাউন্সিলর মোঃ আলাউদ্দিনসহ ২১ জন নেতাকর্মীর বিরুদ্ধে একটি ‘মিথ্যা ও ভিত্তিহীন’ মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাতনামা আরও ৩৪-৩৫ জনকেও আসামি করা হয়েছে।

ঘটনার সূত্রপাত ২১ এপ্রিল মোংলা শ্রমিকদলের আয়োজনে মে দিবস উপলক্ষে প্রস্তুতি সভাকে কেন্দ্র করে। একই দিনে এনসিপির একটি পক্ষ মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের মাঠে এডহক কমিটি গঠনের উদ্দেশ্যে একটি সভার আয়োজন করে, যা নিয়মবহির্ভূত ছিল বলে দাবি করেন বিএনপি নেতারা। এরপর ২৮ এপ্রিল উভয় পক্ষের মধ্যে স্টেজ নির্মাণকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয় এবং প্রশাসন ২৯ এপ্রিল কোনো পক্ষকেই সভা করতে দেয়নি।

বক্তব্যে বলা হয়, শ্রমিক সংগঠনটির ব্যাপারে শ্রম দপ্তর কর্তৃক সরেজমিনে তদন্তে জানা যায়—উক্ত সংগঠনের কোনো বৈধ সাধারণ সদস্য নেই। সে প্রেক্ষিতে নতুন আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া চলমান থাকলেও এনসিপি হঠাৎ সভা ডেকে পরিবেশ অস্থির করার চেষ্টা চালায়। এই ঘটনার জের ধরেই মামলা দায়ের করা হয় বলে অভিযোগ করেন নেতারা।

এমরান ইমরান হোসেন এ সময় প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলেন “এটি একটি পরিকল্পিত মামলা, যাতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি করছি।”

তিনি আরও বলেন, বিএনপি শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মকাণ্ডে বিশ্বাসী। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সকল গণতান্ত্রিক দলের সহাবস্থান এবং মত প্রকাশের অধিকারকে সম্মান করা হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। তারা সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে এ ঘটনার সত্যতা দেশবাসীর সামনে তুলে ধরতে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!