বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী খায়রুজ্জামান শিপনকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি। বুধবার (২১ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চাঁদা দাবিসহ অনৈতিক কর্মকান্ডের অভিযোগের ভিত্তিতে তাকে শোকজ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, মোড়েলগঞ্জের ব্যাবোইখালী ইউনিয়নের উত্তর সুতালড়ি গ্রামের প্রবাসী জাহিদ ইসলাম অসুস্থ বাবা-মাকে দেখতে সম্প্রতি গ্রিস থেকে দেশে ফেরেন। অসুস্থ বাবা-মার রোগমুক্তি কামনায় শুক্রবার গ্রামের বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন তিনি। ওই অনুষ্ঠানে খায়রুজ্জামান শিপনের অনুসারীদের দাওয়াত দেওয়া হয়নি। এছাড়া ওই প্রবাসী এলাকায় নির্বাচন করতে পারেন এমন ধারণা থেকে গত ১৬ মে ওই বাড়িতে গিয়ে রান্না করা খাবার ফেলে দেন খাইরুজ্জামান শিপনের অনুসারীরা। এ ঘটনায় ভুক্তভোগী ও স্থানীয় বিএনপি নেতারা কেন্দ্রীয় নেতাদের কাছে লিখিত অভিযোগ করেন।
খুলনা গেজেট/এমএনএস