আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকাল ৫ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের উদ্যোগে স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান রাখায় বীর মুক্তিযোদ্ধাদেরকে মুক্তিযোদ্ধা সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলানায়তনে নগর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জি এম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন সহ সভাপতি মুফতী মাহবুবুর রহমান, মাওলানা দ্বীন ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, আলহাজ্ব মোমিনুল ইসলাম, মুফতী আমীরুল ইসলাম, মোঃ ইমরান হোসেন মিয়া, মোঃ মঈনুল ইসলাম, মোঃ নাজমুল হোসেন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ নূরুজ্জামান প্রমুখ।
প্রধান অতিথি বলেন, দেশের স্বাধীনতা যাদের রক্তের বিনিময় অর্জিত হয়েছে তাদেরকে সম্মান ও মুল্যায়ন করা জাতি হিসেবে আমাদের একান্ত কর্তব্য, তিনি সকল মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। অনুষ্ঠানে নগর কমিটির পক্ষ হতে ৬ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধিত যারা হলেন বীর মুক্তিযোদ্ধা জি এম কিবরিয়া, মোঃ মুজিবার রহমান, মোঃ নুরুল ইসলাম, হাফেজ মোঃ মুনসুর আলী খান, সৈয়দ রুস্তম আলী, মোঃ আবুল কাশেম ভুইয়া।
খুলনা গেজেট/কেএম