মুক্তিযোদ্ধা তালিকায় বাদ পড়া অসহায় প্রকৃত মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলীর নাম অন্তর্ভুক্তির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এর নিকট প্রদান করা হয়।
বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলী স্মারকলিপি প্রদানকালে তাঁর আত্মীয়-শুভাকাঙক্ষীসহ আরও উপস্থিত ছিলেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাড. মোহাম্মদ বাবুল হাওলাদার এবং সংগঠনের অন্যতম সদস্য মানবাধিকার সংগঠক এস এম দেলোয়ার হোসেন।
স্মারকলিপিতে বলা হয়, খুলনা মহানগর, জেলা খুলনার ১৬-০৫-১৭ তারিখে খুলনা মহানগর যাচাই-বাছাই কমিটি কর্তৃক সম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত প্রতিবেদন ফরম-ক, সোনাডাঙ্গা থানার ক্রমিক নং ৬, মুক্তিযোদ্ধা হিসেবে বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলীর নাম সুপারিশ করা হলেও অজানা কারণে তালিকায় তাঁর নাম প্রকাশিত হয়নি। যে কারণে পরবর্তীতে ০৫-০৬-২৩ তারিখ চেয়ারম্যান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বরাবর আপীল করলে তাতেও কোনো সুরাহা মেলেনি। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জামুকার নির্দেশনা ও নীতিমালা অনুযায়ী রণাঙ্গনের এ বীর মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্তিপূর্বক জীবন সায়াহ্নে স্বীকৃতি পাওয়ার আকুতি পূরণে প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং সংশ্লিষ্টদের আন্তরিক উদ্যোগ একান্ত অপরিহার্য।
খুলনা গেজেট/কেডি