খুলনা, বাংলাদেশ | ৬ মাঘ, ১৪৩১ | ২০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  মারা গেলেন কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
  রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন : প্রেস সচিব

মাদকসহ গ্রেপ্তার রেলের নিরাপত্তা কর্মী এখনও চাকরিতে বহাল!

নিজস্ব প্রতিবেদক

খুলনায় এক কেজি গাঁজা সহ গ্রেপ্তার রেলওয়ের নিরাপত্তা শাখার সিপাহী মো: নুরুজ্জামান খান সুজনের বিরুদ্ধে ঘটনার চারদিন পরেও বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তবে ঘটনার দিন থেকে তাকে সাসপেন্ড করা সহ অভিযোগ প্রমাণিত হলে বাধ্যতামূলক অবসর দেওয়া হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে রেল স্টেশন সংলগ্ন জবেদের হোটেলের সামনে থেকে মো: নুরুজ্জামান খানকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ৮৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। এ বিষয়ে খুলনা সদর থানায় মামলা দায়ের করে আসামীকে আদালতে সোপর্দ করলে তাকে জেল হাজতে প্রেরণ করে।

সূত্র জানায়, এই প্রথম রেলের নিরাপত্তা শাখার কোন কর্মী মাদকসহ গ্রেপ্তার হলো। এ নিয়ে চরমভাবে বিব্রত বিভাগের অন্যান্য সহকর্মীরা।

সূত্রের অভিযোগ, রেল স্টেশন সংলগ্ন কলোনী ও সংলগ্ন একাধিক বস্তি নানা ধরনের অপরাধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গাঁজা, ইয়াবা ও ফেনসিডিল সহ সব ধরনের মাদকের ছড়াছড়ি এখানে। ভারত থেকে চোরাই পথে আসা অবৈধ মালামালও এখানে খালাস হয়। স্থানীয় একটি যুব সংঘকে সামনে রেখে শক্তিশালী একটি চক্র প্রভাবশালীদের ছত্রছায়ায় মাদক ও ভারতীয় পণ্য কেনাবেচা করে। মূলত: বেনাপোল থেকে খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনে মাদকের চালানগুলো খুলনায় আসে। আর এই চালান পাঠানো নিয়ন্ত্রণ করে বেনাপোলে কর্মরত রেলওয়ের একজন পরিচ্ছন্নতা কর্মী। সুজন এই চক্রের একজন সদস্য।

রেলের নিরাপত্তা বিভাগের চীফ ইনসপেক্টর মুনীর হোসেন রাহাত বৃহস্পতিবার দুপুরে জানান, মাদক সহ গ্রেপ্তার সুজন ১৫ অক্টোবর থেকে ৫ দিনের ছুটি নিয়েছিল। ছুটিতে থাকা অবস্থায় ১৭ তারিখ রাতে সে গ্রেপ্তার হয়। ১৯ তারিখ তার ছুটি শেষ হয়েছে। ঘটনা জানিয়ে আমি পাকশী হেড অফিসে চিঠি দিয়েছি। ডিবির ওসির কাছে মামলার নথি চেয়েছি। নথি পেলে এবং পাকশী থেকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ পাওয়া মাত্র সুজনকে ১৭ তারিখ থেকে সাসপেন্ড করা হবে। এছাড়া মামলায় সাজা হলে বিভাগীয় সর্বোচ্চ শাস্তি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে যেতে হবে।

রেলের নিরাপত্তা শাখায় চাকররিত সুজনের আপন ভাই মো: রাহাদুজ্জামান খান লিখন বলেন, আমার ভাইকে ষড়যন্ত্রমূলকভাবে ধরিয়ে দেওয়া হয়েছে। নতুন রেলস্টেশন থেকে পুরানো রেলস্টেশনে আসার পথে কোন প্রত্যক্ষদর্শী স্বাক্ষী ও প্রমাণ ছাড়াই পুলিশ তাকে আটক করেছে। এক নেতার সাথে তাদের বিরোধ আছে। তিনিই এ কাজ করিয়েছেন বলে মনে করেন লিখন। প্রভাতী যুব সংঘ রেলে কর্মরতদের একটি সামাজিক সংগঠন, এর মাধ্যমে সমাজসেবামুলক কার্যক্রম চলে। সংঘের সভাপতি লিটু সুলতানের পোস্টিং বেনাপোলে। তাদের প্রতি ঈর্ষান্বিত হয়ে কেউ অপবাদ দিচ্ছে বলে দাবি তার।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!