খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২৬৯/৯, পিছিয়ে ১৮১ রানে

মাদকমুক্ত তেরখাদা গড়তে সবার সহযোগিতা চান ওসি গোলাম মোস্তফা

তেরখাদা প্রতিনিধি

কোভিড-১৯ এর প্রাদুর্ভাব ঠেকানোর পাশাপাশি মাদকমুক্ত রাখতে তেরখাদা উপজেলাবাসীর সহযোগিতা কামনা করে থানার অফিসার ইনচার্জ
(ওসি) মোহম্মাদ গোলাম মোস্তফা বলেছেন, ‘দুরারোগ্য ব্যাধির মত মাদক আমাদের দেশের তরুণ সমাজের একটা অংশকে গ্রাস করার চেষ্টা করছে। যুব শক্তি একটি দেশের প্রাণ-মেরুদন্ড। মাদকের ভয়াল ছোবলে দেশের মেরুদন্ড যুবসমাজ হুমকির মুখে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সম্প্রতি বাংলাদেশ পুলিশের আইজিপি ডা. বেনজীর আহমেদ (বিপিএম) মহোদয় মাঠ পর্যায়ে সকল অফিসারদের সাথে এক মতবিনিময় সভায় বাংলাদেশকে মাদকমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।’

তিনি আরো বলেন, ‌’মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নেবাংলাদেশ পুলিশের সকল ইউনিটের ন্যায় তেরখাদা থানা পুলিশ বদ্ধ পরিকর। এরই ধারাবাহিকতায় মাদকমুক্ত করতে জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ (বিপিএম) মহোদয় এর নির্দেশে ইতোমধ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন সহ বাস্তবায়নে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে। যার প্রেক্ষিতে করোনা পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছেন তেরখাদা থানা পুলিশ।’

এমতাবস্থায় তেরখাদা উপজেলার সুধিজনদের নিকট বিনীত অনুরোধ করে বলেন, ‘দেশের বৃহৎ স্বার্থে এবং সম্ভাবনাময় তরুন প্রজন্মকে বাঁচাতে উপজেলার প্রত্যেক এলাকায় মাদক ব্যবসার সাথে যুক্ত ব্যক্তি, তাদের আশ্রয়দাতা সহ মাদকসেবীদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহবান জানাচ্ছি। দেশের বৃহৎ স্বার্থে আপনাদের সহযোগিতায় থানা পুলিশ কৃতজ্ঞতার সহিত স্মরণ রাখবে, পাশাপাশি তথ্য প্রদানকারী অথবা গোপনীয়তা রক্ষা করবে থানা পুলিশ। আপনাদের চারপাশে ঘটে যাওয়া যে কোন অপরাধের সংবাদ আমাকে জানান। অপরাধী যতই শক্তিশালী হোক না কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তথ্য দিন সেবা নিন।’ সকলের আন্তরিক সহযোগিতায় তেরখাদা উপজেলাকে অচিরেই মাদকমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!