খুলনা, বাংলাদেশ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী আজ

প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশে কেসিসির রাজস্ব কর্মকর্তার দায়িত্বে অহিদ

নিজস্ব প্রতিবেদক 

প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) রাজস্ব কর্মকর্তা মো. অহিদুজ্জামান খাঁনকে মূল পদে পুনর্বহাল করা হয়েছে। এছাড়া বর্তমানে রাজস্ব কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালনকারী এস কে এম তাছাদুজ্জামানকে শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা হিসেবে মূলপদে পদায়ন করা হয়েছে।

বুধবার (২৮ মে) কেসিসির সচিব শরীফ আসিফ রহমান এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেন। দুপুরে মো. অহিদুজ্জ রাজস্ব কর্মকর্তা পদে যোগ দিয়েছেন।

কেসিসি থেকে জানা যায়, গত বছর ৫ আগস্টের পর রাজস্ব কর্মকর্তা মো. অহিদুজ্জামান খাঁনকে কেসিসির কঞ্জারভেন্সী অফিসার পদে বদলী করা হয়। ওই পদে অতিরিক্ত দায়িত্বগ্রহণ করেন এস কে তাছাদুজ্জামান।

চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অহিদুজ্জামান খাঁনকে রাজস্ব কর্মকর্তা পদে পুনর্বহালের নির্দেশনা দেওয়া হয়। গত ২০ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকেও একই নির্দেশ দেয়।

খুলনা গেজেট/হিমালয়/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!