খুলনা, বাংলাদেশ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে পরিচালকদের অনাস্থা, চিঠি দেয়া হয়েছে ক্রীড়া পরিষদে
  নির্বাচন কমিশন ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে যে গেজেট প্রকাশ করেছে তা বাতিল করেনি আপিল বিভাগ, সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের

খুলনায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক 

মাদক মামলায় খুলনার আদালতে আসামি মো. মমিনুর রহমান ওরফে মোহন (২৩) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড  দিয়েছেন। পাশাপাশি তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত আসামি যশোর জেলার পালবাড়ি মুর্তির মোড়ের বাসিন্দা মো. শাহাজাহান আলীর ছেলে। রায় ঘোষণার সময়ে আসামি আদালতে উপস্থিত ছিল না।

বুধবার(২৮ মে) দুপুরে খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২৯ মে সকাল ৮ টার দিকে নগর পরিবহনের একটি বাস খানজাহান আলী থানাধীন পথের বাজার চেকপোষ্টের সমানে দিয়ে ফুলতলা থেকে খুলনার দিকে যাচ্ছিল। ওই পরিবহনের মাঝামাঝি বসা একজন যাত্রীকে পুলিশের সন্দেহ হলে পথেরবাজার চেকপোষ্টে নামানো হয়। ওই যাত্রীর হাতে থাকা প্লাস্টিকের বাজারের ব্যাগ হতে ৩০ বোতল ফেন্সিডিল বের করে দেয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মমিনুর স্বীকার করে ওই ফেন্সিডিল বিক্রি উদ্দেশ্যে খুলনায় নিয়ে যাচ্ছে।

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় খানজাহান আলী থানার এসআই মো. সালাউদ্দিন মোল্লা বাদি হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেন,যার নং ৬। তদন্ত কর্মকর্তা খানজাহান আলী থানার এসআই মো. সিরাজুল ইসলাম একই বছরের ৩১ জুলাই মমিনুরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

খুলনা গেজেেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!