মাদক মামলায় মোহাম্মদ সুমন নামে এক যুবককে সাত বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও পাঁচ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোঃ শহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি সুমন পলাতক ছিল। প্লাটিনাম ২ নং গেট এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে সে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৮ আগস্ট রাত সোয়া ১১ টায় খানজাহান আলী থানাধীন খানজাহান আলী স্কুলের সামনে দাঁড়িয়ে সুমন মাদক বিক্রি করছিল। খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি গাড়ি দেখে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয় সে। তার দেহ তল্লাশি করে ৫২ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। ওই দিন রাতে গোয়েন্দা পুলিশের এসআই মোঃ শাহানুর ইসলাম মাদক আইনে সুমনের বিরুদ্ধে খানজাহান আলী থানায় মামলা দায়ের করে।
একই বছরের ২৪ সেপ্টেম্বর গোয়েন্দা বিভাগের এসআই মোঃ আবু জাফর সুমনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আসামি সুমন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
খুলনা গেজেট/ এস আই