খুলনা, বাংলাদেশ | ১৫ বৈশাখ, ১৪৩১ | ২৮ এপ্রিল, ২০২৪

Breaking News

  ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ থাকবে
  যশোরে গরমে অসুস্থ হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু
  বান্দরবানের রুমা থানচি সীমান্তবর্তী এলাকায় দু’টি মরদেহ উদ্ধার
  দেশে আবারও ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি : আবহাওয়া অধিদপ্তর
  দুই আইনজীবির আদালত অবমাননার শুনানি পিছিয়ে ৩০ জুন : আপিল বিভাগ

মাংসে রং মিশিয়ে বিক্রির অভিযোগে বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে বাসি গরুর মাংসে রং মিশিয়ে বিক্রির অভিযোগে এক মাংস বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।

সোমবার বাগেরহাট বাজারের শহর রক্ষা বাঁধ এলাকায় বাসি (আগের দিনের) গরুর মাংসে রং মিশিয়ে বিক্রি করছিল মাংস ব্যবসায়ী বরকত উল্লাহ। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে উক্ত ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আব্দুল্লা ইমরান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাঁচাবাজারের মাংসের দোকানে অভিযান চালানো হয়। এসময় আগের দিনের বাসি মাংসে রং
দেওয়া সময় হাতেনাতে বিক্রেতাকে ধরা হয়। পরে বরকত উল্লাহকে মাংস ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, আগামীতে এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!