খুলনার শিরোমনি শিল্পাঞ্চলের ব্যক্তিমালিকানাধীন মহসেন জুট মিলস শ্রমিক কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকেল ৪ টায় মহসেন জুট মিলগেটে এক শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়।
শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ইজ্ঞিল কাজীর সভাপতিত্বে ও বেসরকারী পাট সুতা ,বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক এর পরিচালনায় সভায় বক্তৃতা করেন বেসরকারী পাট সুতা ,বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, মিলের শ্রমিক বীর মুক্তিযোদ্ধা ক্বারী মোঃ আছহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম কাগজি, মোঃ নিজামউদ্দিন, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস , আমির মুন্সি, মোঃ জাহাঙ্গির প্রমুখ।
সভায় নেতৃবৃন্দরা বলেন, মিল মালিক খুলনা বিভাগীয় শ্রম পরিচালকের কার্যালয়ের ত্রি-পক্ষিয় বৈঠকের সিদ্ধান্ত অমান্য করে মিলের কতিপয় দালাল সিবিএ নেতাদের নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে চলতি সপ্তাহের ভিতরে শ্রমিকদের চূড়ান্ত পাওনা পরিশোধ করা না হলে কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে। এছাড়া আগামী ১ আগষ্ট সোমবার সকাল ১১ টায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করার কর্মসূচি ঘোষণা করেন।
সভায় নেতৃবৃন্দ আরও বলেন, মিল বন্ধ হওয়ার পর থেকে ৮২ জন শ্রমিক তাদের টাকা মিল মালিকের নিকট পাওনা থাকা স্বত্বেও বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছে। আরো কিছু শ্রমিক আছে যারা অসুস্থ এবং অসহায় অর্ধাহারে অনাহারে দিন যাপন করছে। তাই এবার মালিকের নিকট থেকে পাওনা আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। সভা শেষে শিরোমণি শিল্পাঞ্চল এলাকায় বিক্ষোভ মিছিল বের হয়।
খুলনা গেজেট/ টি আই