খুলনা জেলা ছাত্রদল ও জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু হোসেন বাবুকে সদস্য সচিব করে খুলনা জেলা বিএনপির আশিংক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে অ্যাডভোকেট মোমরেজুল ইসলামকে। তারা তিনজনই বিগত কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিজ্ঞপ্তিতে আংশিক এই কমিটি ঘোষণা দেওয়া হয়।
এর আগে গত ২০ সেপ্টেম্বর খুলনা জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছিল কেন্দ্রীয় বিএনপি।
খুলনা গেজেট/হিমালয়