খুলনা, বাংলাদেশ | ২২ পৌষ, ১৪৩১ | ৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নড়াইলে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত, আহত ২
  চিকিৎসার জন্য আগামীকাল লন্ডন যাবেন খালেদা জিয়া : ফখরুল; কাতার আমিরের পাঠানো ‌‌’বিশেষ এয়ার এম্ব্যুলেন্স’ বিমানে যাবেন তিনি

মণিরামপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্যবন্ধনকে সম্মাননা প্রদান

মণিরামপুর প্রতিনিধি

মণিরামপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্য-বন্ধনের উদ্যোগে বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কাজের স্বীকৃতি হিসেবে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদ হাসান সোহাগসহ অন্যান্যদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে।

যশোর ফ্যামিলি এন্ড সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর সভাপতি দেব বিশ্বাস বুধবার যশোর অফিসে তাদের হাতে এ ক্রেস্ট ও সনদ তুলে দেন।

সম্মাননা গ্রহণের সময় এক প্রতিক্রিয়ায় ঐক্য-বন্ধনের সভাপতি মাহমুদ হাসান সোহাগ বলেন, আমি এ সম্মাননা পেয়ে গর্ববোধ করছি। এ সম্মাননা আমাকে বেশী বেশী করে জনসেবামূলক কর্মকান্ডে উৎসাহিত করবে। সম্মাননা প্রদান অনুষ্ঠানে এফএসডিও’র বিভিন্ন পর্যায়ের কর্মকতাসহ ঐক্য-বন্ধনের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!