মণিরামপুরে যাত্রীবাহি ট্রেকার নিয়ন্ত্রণ হারিয়ে আকরাম হোসেন (৪৮) নামে এক ট্রেকার চালক নিহত এবং আহত হয়েছেন ট্রেকারের ৫ যাত্রী। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত আকরাম হোসেন মণিরামপুর উপজেলার দেলুয়াবাটি গ্রামের সাখাওয়াত হোসেনের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার রাজগঞ্জ বাজার থেকে ১২/১৩ জন যাত্রী নিয়ে ট্রেকারটি মণিরামপুর পৌরশহরের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে মণিরামপুর-রাজগঞ্জ সড়কের কাশিপুর নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেকারটি সড়কের পাশে ব্রিজের রেলিংয়ে ধাক্কা খায়। এতে চালক আকরাম হোসেন, উপজেলার দিঘীরপাড় গ্রামের জয়নাল আবেদীন ও তার পুত্র আকাশ, চাকলা-কাঁঠালতলার তানভীর আহম্মদ, হানুয়ার গ্রামের রেশমী বেগম ও যশোর সদর উপজেলার পদ্মবিলা গ্রামের শরিফুল ইসলাম আহত হন। মণিরামপুর ফায়ার সার্ভিস ইউনিটের টিম লিডার আজিম উদ্দিন জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে জানতে চাইলে, জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ফারুক আযম বলেন, চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে ট্রেকার চালক আকরাম হোসেনের মৃত্যু ঘটে।
মনিরামপুর থানার এসআই শাহিনুর রহমান জানান, ট্রেকার চালক নিহতের ঘটনায় কেউ অভিযোগ না করায় উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
খুলনা গেজেট/ টি আই