যশোরের মণিরামপুর উপজেলার প্রাণকেন্দ্র পৌরশহরের শীর্ষ কাপড় এবং গার্মেন্টস ব্যবসায়ীদের ১৪ টি ব্যবসা প্রতিষ্ঠানে একযোগে গণ চুরির ঘটনা ঘটেছে।
(বৃহস্পতিবার ১৮ মে ভোর রাতে) দুঃসাহসিক এ চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতংকের পাশাপাশি চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে সংঘবদ্ধ চোরেরা পর্যায়ক্রমে ব্যবসা প্রতিষ্ঠান গুলির গ্রীল কেটে ও শাটার ভেঙ্গে প্রায় ছয় লাখ নগদ টাকা লুট করে নিয়ে গেলেও কোন মালামাল নেয়নি। এদিকে ওই গণচুরির ঘটনায় কাপড় মার্কেটের নিকটবর্তী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যমেরার ভিডিও ফুটেজে চোর চক্রকে অনেকটা সনাক্ত করলেও কাউকে আটক করতে পারেনি। অবশ্য এ গণচুরির পর বিভিন্ন মহল ও সূত্র থেকে বিভিন্ন মন্তব্যের পাশাপাশি নান গুঞ্জন শোনা যাচ্ছে।
জানাযায়, যে সকল ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানে চোরেরা হানা দিয়ে টাকা লুট করেছে ওই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, মাস্টার মোশাররফ হোসেন, হারুন অর রশিদ, রবিউল ইসলাম, ফারুক হোসেন, শফিকুল ইসলাম, পলাশ কবির, আফজাল হোসেন, আব্দুর রহিম, আব্দুল হামিদ, সেলিম হোসেন, আব্দুল বারিক, কৃষ্ণ কুন্ডু, আল আমনি ও নাসিম বিল্লাহ। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, চোরেরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে প্রবেশ করে ক্যাশ বক্স ভেঙ্গে নগদ টাকা লুট করে নিয়ে গেলেও কোন মালামাল নেয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন, চুরি সংগঠিত স্থান থেকে সিসি ক্যামেরায় ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িত চোরদের সনাক্তসহ আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।
খুলনা গেজেট/কেডি