মণিরামপুরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তিকে কোনো ভাবেই দেশ সেবার সুযোগ দেয়া যাবে না। এদেরকে কঠোর ভাবে দমন করতে হবে। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট যারা বঙ্গবন্ধুসহ পরিবারের অন্যান্যদের হত্যা করেছিল সেই অপশক্তি ও তাদের অনুসারীরা এখনও নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলায়াতনে অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মণিরামপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তুলসী বসুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান, যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার কুন্ডু, সহকারী কমিশনার (ভূমি) পলাশ কুমার দেবনাথ, থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক যোগেষ দত্ত। অধ্যক্ষ তাপস কুমার কুন্ডুর পরিচালনায় অনুষ্ঠানে
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দুলাল জম্মাদ্দার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুনীল কুমার ঘোষ, বণিক সমিতির সভাপতি অরুন কুমার নন্দন, তপন ভট্টাচার্য্য, পূজা পরিষদের সাংগঠনিক সম্পাদক তরুন কুমার শীল, আওয়ামীলীগ নেতা এ্যাড. বশির আহম্মেদ খান, জেলা পরিষদের সদস্য গৌতম চক্রবর্ত্তী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে তুলসী বসুকে সভাপতি ও তরুন কুমার শীলকে সাধারণ সম্পাদক করে উপজেলা কমিটি এবং সমীর হালদারকে সভাপতি ও পলাশ ঘোষকে সাধারণ সম্পাদক করে পৌর পূজা উদযাপন পরিষদের কমিটি ঘোষণা করা হয়।
খুলনা গেজেট/কেএম