ভাষাসৈনিক কাশেম মাস্টারের নিরবে বিদায়
দিঘলিয়া প্রতিনিধি
১৯৪৬ সালে খুলনা দৌলতপুর সরকারি বিএল কলেজে পড়াশোনা করাকালীন সময়ে ভাষা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হন এম এ কাশেম মাষ্টার। জন্ম এবং বেড়ে ওঠা দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামে। শিক্ষকতা পেশা দিয়ে কর্মজীবন শুরু করেন। বারাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। শিক্ষকতা করেছেন ঐতিহ্যবাহী সেনহাটী মাধ্যমিক বিদ্যালয়ে। পরবর্তীতে শিক্ষকতা ছেড়ে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে চাকুরী জীবন শুরু করেন। চাকুরী জীবনে সিলেটের বিয়ানীবাজার, বরিশালের খেপুপুপাড়া, খুলনার ঢাকোপ, পাইকগাছা, ফুলতলা এবং সর্বশেষ ফকিরহাট উপজেলায় কৃষি কর্মকর্তা হিসেবে ১৯৯০ অবসর গ্রহণ করেন।
ব্যক্তি জীবনে একজন সংস্কৃতিমনা এবং খুব ভালো কবিতা আবৃত্তি করতেন। ছাত্রজীবনে মঞ্চ নাটকের সাথে সম্পৃক্ত ছিলেন। সৎ এবং একনিষ্ঠ ধার্মিক ব্যক্তি ছিলেন। সংস্কৃতিমনা সদালাপী, পরোপকারী একজন সমাজসেবক ছিলেন।
বার্ধক্যজনিত এবং শারীরিক কিছু সমস্যার কারণে গত এক মাস ধরে চিকিৎসাধীন ছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। রবিবার (১ জানুয়ারি) ৯২ বয়সী এ ভাষা সৈনিক নিরবে বিদায় নিয়ে চলে গেলেন না ফেরার দেশে। একইদিন বাদ আছর তার জন্মস্থান দেয়াড়া নূরুল কোরআন মাদ্রাসা প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
খুলনা গেজেট / বিএমএস