খুলনা জেলা পুলিশের জানুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) পুলিশ সুপারের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, খুলনার পুলিশ সুপার টি, এম, মোশাররফ হোসেন। গুরুত্বপূর্ণ অবদান এবং জননিরাপত্তা বিধানসহ আইন-শৃংখলা রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রাখায় বেস্ট অফিসার হিসেবে ৪ পুলিশ সদস্যকে পুরষ্কৃত করা হয়।
পুরষ্কার পাওয়া পুলিশ সদস্যরা হলেন, ইন্সপেক্টর ক্যাটাগরিতে রুপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান, কয়রা থানা অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক এবং সাব-ইন্সপেক্টর ক্যাটাগরিতে কয়রা থানার এসআই মোঃ রাজত্ব আলি, এএসআই ক্যাটাগরিতে পাইকগাছা থানার এএসআই মোঃ আলতাফ মাহমুদ।
সভায় জানুয়ারি মাসের অপরাধ বিবরণীর সাথে পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিষ্ট মাসের তুলনামূলক অপরাধ বিবরণীর পর্যালোচনা করে আইন-শৃঙ্খলা তথা অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত সবাইকে পুলিশ সুপার মহোদয় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে বিভিন্ন সংস্থার সহিত সৌহার্দ্যপূর্ণ ও সুসম্পর্ক বজায় রেখে জনসেবা নিশ্চিতকরণের নির্দেশ দেন।
খুলনা গেজেট/ টিএ