খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, লুটেরা শেখ হাসিনা ও আওয়ামী লীগের লুটপাটের অংশ হিসেবে এ দেশের শিল্পকে ধ্বংস করেছে। হাজার হাজার শ্রমিক বেকার হলেও তারা তাদের ন্যায্য মজুরি পায়নি। হাজার হাজার শ্রমিক অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা গেছেন। কেউ এলাকা ত্যাগ করে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। বুধবার (২৩ এপ্রিল) পতিত সরকার প্রধান শেখ হাসিনা কর্তৃক বন্ধকৃত রাষ্ট্রয়ত্ত্ব পাটকল রাষ্ট্রীয়ভাবে চালু ও টেন্ডারের নামে লুটপাট বন্ধের দাবিতে নগরীর খালিশপুর জুট মিলস লিঃ শ্রমিকদের মানববন্ধন কর্মসুচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ১৯৫২ সালে প্রতিষ্ঠার পর ৬৮ বছর বহু শ্রমিকের জীবিকা জুগিয়েছে ক্রিসেন্ট জুট মিল। ২০২০ সালের জুলাইয়ে বন্ধের সময় প্রায় ৯ হাজার শ্রমিক কাজ করতেন। কারখানার ১১৩ একর এলাকা গাছগাছালিতে ভরা। শ্রমিক কলোনির ভবনগুলোর জীর্ণদশা। একসময় দুই হাজার পরিবার থাকত সেখানে। এখন দু-একজন নিরাপত্তারক্ষী ও কয়েকটি পরিবার ছাড়া কেউ থাকে না। ক্রিসেন্ট জুট মিল থেকে বিআইডিসি সড়কের এক কিলোমিটারের মধ্যে প্লাটিনাম জুবিলি জুট মিল। কারখানাটির শ্রমিক কলোনির সারি সারি ভবনগুলো এখন একেবারেই ফাঁকা। নগরীর প্রায় প্রতিটি কারখানায় শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছিল। প্লাটিনাম শ্রমিক কর্মচারী আবাসিক এলাকায় ১৯৬৪ সালে প্লাটিনাম মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। কারখানা বন্ধের পর গত পাঁচ বছরে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা তিন ভাগের এক ভাগে নেমে এসেছে। বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করলে শিল্পাঞ্চলকে পুর্বের অবস্থায় ফিরিয়ে আনা হবে। অবিলম্বে বন্ধ মিল কারখানা চালুর করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
খালিশপুর জুট মিলস ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবু দাউদ দীন মোহাম্মদ এর সভাপতিত্বে মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, বিপ্লবুর রহমান কুদ্দুস, ৭ নং ওয়ার্ড সভাপতি মো. লিটন খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, ১০নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মাজু, ৮ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, মহানগর ছাত্রদল নেতা রাজিব খান, খালিশপুর থানা ছাত্রদলের সভাপতি ফারুক হোসেন, আঞ্চলিক পাট শ্রমিক দলের যুগ্ন আহবায়ক মোকসেদুল আলম, মো. মোখলেস, মোহাম্মদ সাইফুল ইসলাম. মো. সেলিম প্রমূখ।
-খবর বিজ্ঞপ্তি
খুলনা গেজেট/এএজে