খুলনা, বাংলাদেশ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  আজ খোলা থাকবে সরকারি অফিস
  মাদারীপুরের বাহেরচর কাতলায় বাল্কহেডের ধাক্কায় ট্রলারের বেশ কয়েকজন নিখোঁজ
  কক্সবাজার থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকা খুলে গেছে, ৭১ জন যাত্রী নিয়ে শাহজালালে জরুরি অবতরণ

ভালো কাজের মাধ্যমেই মানুষ পৃথিবীতে বেঁচে থাকে: যবিপ্রবি ভিসি

নিজস্ব প্রতিবেদক, যশোর

রোটারি ক্লাব অফ যশোর সেন্ট্রালের ২৩ তম অভিষেক শনিবার (১ জানুয়ারি) বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

অভিষেক কমিটির চেয়ারম্যান পিপি সোলায়মান মহি সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন রিপসা টিমের এ অঞ্চলের অ্যাডভাইজার ফজলে রাব্বি মোপাশা, ক্লাবের চ্যাটাড প্রেসিডেন্ট চৌধুরী হেদায়েতুল ইসলাম ভিকু, অভিষিক্ত প্রেসিডেন্ট মুক্তার আলী, বিদায়ী প্রেসিডেন্ট জাকির হোসেন রিপন, সুভ্যেনির কমিটির চেয়ারম্যান জাহিদ আহমেদ লিটন, ফুড কমিটির চেয়ারম্যান চৌধুরী আশরাফুল ইসলাম মিলন, ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান খায়রুল কবীর চঞ্চল, সেক্রেটারি রইস উদ্দিন খান সমু, প্রেসিডেন্ট ইলেক্ট আব্দুল্লাহ জনি, প্রেসিডেন্ট নমীনি মেহেদী হাসান সবুজ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ভিসি ডক্টর আব্দুল মজিদ বলেন, ভালো কাজের মাধ্যমেই মানুষ পৃথিবীতে বেঁচে থাকে। এ কারণে আমাদেরকে মানবতার বিকাশে ও সমাজের উন্নয়নে আরো বেশি বেশি ভালো কাজে অংশগ্রহণ করতে হবে। তবেই পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর বসবাসযোগ্য মানবিক পৃথিবী আমরা রেখে যেতে পারবো।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাফেল ড্র অনুষ্ঠিত হয়। দুটি অনুষ্ঠান পরিচালনা করেন পাস্ট প্রেসিডেন্ট মনির হোসেন ও রোটারিয়ান মিজানুর রহমান মিঠু। অনুষ্ঠানে ঢাকা, যশোর, খুলনা, মাগুরাসহ বিভিন্ন জেলার দুই শতাধিক রোটারিয়ান উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!