মিরপুরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত নারী দলকে একশর নিচে আটকে দিয়ে সিরিজে ফেরার সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশের মেয়েরা। তবে ব্যাটিং ব্যর্থতায় তা আর হয়নি। জয়ের খুব কাছে গিয়েও হারে স্বাগতিকরা। সিরিজের তৃতীয় ম্যাচটিতে তাই হারলেই ঘরের মাঠে হোয়াইটওয়াশ হতো নিগার সুলতানা জ্যোতিরা।
কিন্তু টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আর একই ভুল করেনি বাংলাদেশ। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা। এড়ায় হোয়াইটওয়াশের লজ্জাও।
বৃহস্পতিবার (১৩ জুলাই) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে ভারতীয় নারী দল। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান এসেছে হারমানপ্রীত। জবাবে ১৮ ওভার ২ বলে ৬ উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত জয় পায় বাংলাদেশের মেয়েরা।
ভারতের দেয়া ১০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ১৬ রান তুলতেই সাজঘরে ফেরেন টপ অর্ডারের দুই ব্যাটার। তবে তৃতীয় উইকেট জুটিতে নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে দলকে জয়ের পথে রাখেন শামিমা সুলতানা। তবে অধিনায়ক এদিন খুব বেশি দূর এগোতে পারলেন না। ১৪ রান করে জ্যোতি সাজঘরে ফিরলে ভাঙ্গে ৪৬ রানের জুটি।
অধিনায়ক ফিরলেও শামিমা এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করছিলেন। কিন্তু ৪২ রান করে এই ওপেনার রান আউটে কাটা পড়লে হারের শঙ্কায় পড়ে দল। তবে সুলতানা খাতুন ও নাহিদা আক্তারের ব্যাটে সেই শঙ্কার মেঘ উড়ে গেছে।
খুলনা গেজেট/এসজেড