খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

দোলপূজা উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

শার্শা প্রতিনিধি

দোলপূজা উপলক্ষে সরকারি ছুটির থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত এবং বেনাপাল বন্দর ও কাস্টমসের অন্য সব কার্যক্রম সচল রয়েছে।

রোববার সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক আব্দুল জলিল। তিনি জানান, দোলপূজা সনাতন সম্প্রদায়ের একটি ধর্মীয় উৎসব। এ উৎসবের কারণে ভারতের আমদানি-রপ্তানি বাণিজ্য সংক্রান্ত বিষয়ে সম্পৃক্ত সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিকরা কাজ বন্ধ রাখবেন বলে জানিয়েছেন ভারতের বন্দর কর্তৃপক্ষ। আগামীকাল সোমবার (২৯ মার্চ) সকাল থেকে আমদানি-রপ্তানি সচল হবে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা নাছিদুল হক জানান, ভারতে দোলপূজা উপলক্ষে পেট্রাপোল বন্দর ব্যবহারকারীরা আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রেখেছে। ফলে সকাল থেকে এই পথে আমদানি-রপ্তানি বন্ধ। তবে, বেনাপোল বন্দরে আমদানি পণ্য খালাস ও কাস্টমস হাউজের শুল্কায়নের কাজকর্ম স্বাভাবিক নিয়মে চলছে। এছাড়া আগামীকাল থেকে পুনরায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি সচল হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, দোলপূজায় দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!