খুলনা, বাংলাদেশ | ১৪ পৌষ, ১৪৩১ | ২৯ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক জনের মৃত্যু, হাসপাতালে ১০৪
  বগুড়ায় ট্রাকচাপায় বাবা-মেয়েসহ নিহত ৩
  আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে : আসিফ নজরুল

এমপি রুমিন ফারহানার গাড়ি আটকে দেয়ার অভিযোগ

গেজেট ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার রুমিন ফারহানার গাড়ি আটকে দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তবে পুলিশের দাবি, তাকে বাধা দেয়া হয়নি। রুমিন ফারহানা বিএনপির সমাবেশে যোগ দিতে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠানোর দাবিতে শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুলবাড়িয়া কমিউনিটি সেন্টারের সামনে সমাবেশ ডাকে জেলা বিএনপি।

একই সময় ছাত্রলীগও একই স্থানে সমাবেশ ডাকে। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

শনিবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এমপি রুমিন ফারহান সাংবাদিকদের বলেন, ‘আমাকে ব্রাহ্মণবাড়িয়ায় ঢুকতে দেয়া হচ্ছে না। আমি এ বিষয়ে সংবাদ সম্মেলন করব।’

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কায় ১৪৪ ধারা জারি আছে। রুমিন ফারহানার সঙ্গে আমরা কথা বলছি। তাকে বাধা দেয়া বা অপ্রীতিকর আচরণ করা হয়নি।’




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!