খুলনা, বাংলাদেশ | ৬ ফাল্গুন, ১৪৩১ | ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  নাইকো দুর্নীতি মামলা : খালেদা জিয়াসহ ৮ আসামিকে খালাস
  ২৭তম বিসিএসে বঞ্চিত ১১৩৭ জনের চাকরি ফেরত নিয়ে রায় বৃহস্পতিবার
  কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি সাধারণ শিক্ষার্থীদের, দাবি আদায় না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ক্লাস পরীক্ষা
  হামলার ঘটনায় কুয়েট ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে শিক্ষার্থীদের দ্বারা অবরুদ্ধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব বাপ্পীর পদত্যাগ, নানা গুঞ্জন

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পী পদত্যাগ করেছেন। গত ১২ ফেব্রুয়ারি সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। তার পদত্যাগ নিয়ে সংগঠনের ভেতরে নানা ধরনের গুঞ্জন শুরু হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছিল খুলনা বিশ্ববিদ্যালয়সহ  বিভিন্ন কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত ৫ আগস্ট গণঅভুত্থ্যানে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলে খুলনার আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করে।

কিন্তু দু’একদিনের মধ্যেই কয়েকজন ছাত্রনেতার বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ ‍উঠতে থাকে। বিশেষ করে সাজিদুল ইসলাম বাপ্পীসহ কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন বাণিজ্য সংগঠন আওয়ামী দখলমুক্ত করার নামে ব্যক্তি বিশেষকে দিয়ে কমিটি গঠন,  খাদ্য অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি অফিসে একই কায়দায় চাঁদাবাজি, বাণিজ্যিক সংগঠনের কমিটি পুনগর্ঠনের নামে অর্থ আদায়, মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া যায়। বিষয়টি ভুক্তভোগীরা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা হাসনাত ও সারজিসকেও জানান।

গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানান, ৫ আগস্টের পর থেকে গত জানুয়ারি পর্যন্ত সাজিদুল ইসলাম বাপ্পীর ব্যাংক, বিকাশ হিসেবে অস্বাভাবিক রকম লেনদেনের তথ্য পাওয়া গেছে। এছাড়া সাবেক এক বিএনপি নেতার ভাড়া করে দেওয়া অফিস ব্যবহার, আর্থিক সুবিধাগ্রহণসহ নানা অনিয়মের প্রমাণ রয়েছে। এছাড়া বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের বাড়ি হানা দেওয়া, ডিস্ট্রাব করা হবে না- এই আশ্বাসেও সুবিধা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ওই কর্মকর্তা আরও জানান, খুলনা সিএন্ডএফ অ্যাসোসিয়েশন, খুলনা ক্লাব, নৌপরিবহন মালিক গ্রুপসহ বাণিজ্যিক সংগঠনের কমিটি গঠনে হস্তক্ষেপ করে বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়েছেন কয়েকজন ছাত্র প্রতিনিধি। ‍বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি গঠনের পর এই প্রবণতা আরও বেড়েছে। সম্প্রতি গঠন হওয়া খুলনা মহানগর কমিটির কয়েকজন নেতার বিরুদ্ধেও  একই ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। সমস্যা হচ্ছে, ভুক্তভোগীরা এই বিষয়ে লিখিত অভিযোগ দিতে রাজি হচ্ছেন না। বিষয়টি সরকারের ওপর মহলে জানানো হয়েছে। ভুক্তভোগীরা আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দিলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ রয়েছে। শহীদদের রক্ত বেচেঁ টাকা উপার্জনের চেষ্টা শক্ত হাতে মোকাবেলা করার নির্দেশনা আসছে।

এ ব্যাপারে সাজিদুল ইসলাম বাপ্পীর বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে কথা বলতে খুলনা গেজেটের পক্ষ থেকে তাকে ক্ষুদে বার্তা পাঠানো হয়। তিনি সিন করলেও সাড়া দেননি।

খুলনা গেজেট/এ এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!