যশোরের শার্শা উপজেলার বেনাপোলের পাটবাড়ি গ্রামের এক কিশোরীকে ভারতে পাচার মামলায় চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে সিআইডি পুলিশ।
অভিযুক্তরা হলো, পাটবাড়ি গ্রামের শাহজাহানের মেয়ে লিপি খাতুন, ছেলে টুটুল হোসেন, তুহিন হোসেন ওরফে কালু মিয়া ও মৃত রমজান মোড়লের মেয়ে মিনা বেগম। মামলার তদন্ত শেষে শনিবার আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউর রহমান।
মামলা সূত্রে জানা গেছে, ওই কিশোরী ও আসামিরা প্রতিবেশি। কিশোরীকে প্রায় সময় আসামিরা ভালো বেতনে ভারতে চাকরির প্রস্তাব দিতো। বাড়ির লোকজন প্রস্তাবে রাজি না হওয়ায় আসামিরা সুযোগ খুজতে থাকে। ২০১৯ সালের ১ এপ্রিল আসামিরা বাড়ির লোকজনকে না জানিয়ে পুটখালি চরের মাঠ দিয়ে ওই কিশোরীকে ভারতে পাচার করে। বিষয়টি জানজানির পর কিশোরীর পরিবারের সদস্যরা আসামি কালু মিয়ার কাছে জানতে চাইলে তিনি জানান, মেয়েটি ভারতে তার জামাই বাড়িতে রয়েছে। মেয়েকে ফিরিয়ে আনার কথা বলা হলে আসামিরা তাদের ঘোরাতে থাকে। মেয়েকে উদ্ধারে ব্যর্থ হয়ে ওই কিশোরীর পিতা বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মানব পাচার দমন আইনে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সূত্রে জানা গেছে, কিশোরীর পরিবারের অভাব অনাটনের সুযোগ নিয়ে আসামিরা তাকে ভালো চাকারির প্রলোভন দিয়ে ভারতে পাচার করে। পরবর্তীতে ওই কিশোরী দেশে ফিরে আসে। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়। তাদের দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে মানব পাচারের সাথে জড়িত থাকায় ওই চারজনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট দেয়া হয়েছে।
খুলনা গেজেট/ টি আই