বেনাপোল স্থলবন্দর সংলগ্ন একটি পরিত্যক্ত ঘর থেকে ১৮ টি ককটেল উদ্ধার করেছে যশোর র্যাব ক্যাম্পের সদস্যরা।শনিবার (০২ সেপ্টেম্বর) বিকালে যশোর র্যাব ২টি বালতি ভর্তি এ ককটেল গুলো উদ্ধার করে।এ সময় কাউকে আটক করতে পারেনি তারা। ঘরটি মালিক বাদল নামের একজন। তবে সেখান কেউ বসবাস করেনা। এ ব্যাপারে কাউকে আটক করতে পারেনি র্যাব।
র্যাব যশোর কোম্পানির অধিনায়ক মেজর সাকিব হোসেন জানান,গোপন সংবাদে জানতে পারি বেনাপোল স্থলবন্দর সংলগ্ন বাদল নামের একজনের পরিত্যক্ত ঘরে বিপুল পরিমান ককটেল মজুত রাখা রয়েছে।
এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম নিয়ে সেখানে অভিযান চালিয়ে দুটি বালতে থাকা ১৮ টি ককটেল উদ্ধার করা হয়। ককটেল গুলো বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।এ ব্যাপারে একটি মামলা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া ককটেল উদ্ধারের পরিত্যক্ত ঘরটি পরিদর্শন করে জানান, র্যাব কর্তৃক উদ্ধারকৃত ককটেল থানায় জমা রয়েছে সেগুলো নিষ্ক্রিয় করা হবে এবং কে বা কারা এ ককটেল রেখেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।
খুলনা গেজেট/কেডি