খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, বেগম রাজিয়া নাসের একজন রত্নগর্ভা জননী। তিনি শুধু সন্তানের জননীই নয়, তিনি এ অঞ্চলের মানুষেরও অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গতকাল শনিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে বেগম রজিয়িাা নাসেরের চেহলাম অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় চেহলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এ্যাড. চিশতি সোহরাব হোসেন শিকদার, নুরইসলাম বন্দ, মো. শহিদুল ইসলাম, শেখ মো. ফারুক আহমেদ, আবুল কালাম আজাদ কামাল, মো. আশরাফুল ইসলাম, এ্যাড. আইয়ুব আলী শেখ, জামাল উদ্দিন বাচ্চু, মো. জাহাঙ্গীর হোসেন খান, ফেরদৌস আলম চাঁন ফারাজী, অধ্যা. আলমগীর কবির, কামরুল ইসলাম বাবলু, বিরেন্দ্র নাথ ঘোষ, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, মোজাম্মেল হক হাওলাদার, শেখ মো. আনোয়ার হোসেন, তসলিম আহমেদ আশা, কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন, মাকসুদ আলম খাজা, অধ্যা. রুনু বিথার, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, প্যানেল মেয়র মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর কাজী আবুল কালাম আজাদ বিকু, কাউন্সিলর কনিকা সাহা, এ্যাড. সরদার আনিসুর রহমান পপলু, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, রনজিত কুমার ঘোষ, মো. সফিকুর রহমান পলাশ, মীর বরকত আলী, এস এম আকিল উদ্দিন, শেখ শাহজালাল হোসেন সুজন, এস এম আসাদুজ্জামান রাসেল, একেএম শাহজাহান কচি, শেখ আব্দুল আজিজ, মঈনুল ইসলাম নাসির, শেখ আবিদ উল্লাহ, আব্দুল হাই পলাশ, চ. ম. মুজিবর রহমান, হাসান ইফতেখার চালু, এমরানুল হক বাবু, ফয়েজুল ইসলাম টিটো, মো. নজরুল ইসলাম, এ্যাড. শামীম মোশাররফ, মো. শিহাব উদ্দিন, মো. আমির হোসেন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
রাজিয়া নাসেরের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। সূত্র:প্রেস বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/এ হোসেন