ইনিংসের শুরুতেই আফগানদের চেপে ধরেছে বাংলাদেশ। পাওয়ার প্লে শেষ হলেও চাপের বৃত্ত ভাঙতে পারেনি সফরকারী ব্যাটাররা। তাদের এমন চাপে রেখে যখন ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ, ঠিক তখনই বৃষ্টির হানা।
প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও হানা দিল বৃষ্টি। তার আগ পর্যন্ত ৭.২ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৯ রান করেছে আফগানিস্তান।
মোহাম্মদ নবি ও ইব্রাহীম জাদরান দুজনেই অপরাজিত আছেন ১১ রানে। বাংলাদেশের হয়ে দুটো উইকেটই শিকার করেছেন পেসার তাসকিন আহমেদ।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম ওভারে তাসকিনকে তেড়ে-ফুরে খেলতে গিয়ে উইকেট বিলিয়ে এসেছিলেন গুরবাজ। পরের ওভারে আবারও এই পেসারের ওপর চড়াও হলেন আফগান ব্যাটাররা। এবার চার হাঁকিয়ে তাসকিনের ওভার শুরু করেন জাজাই। কিন্তু এই ওপেনারও তাড়া-হুড়া করে নিজের বিপদই ডেকে আনলেন।
ওভারের চতুর্থ বলটি অফ স্টাম্পের বাইরে গুডলেংথ থেকে লাফিয়ে ওঠে, হজরতউল্লাহ জাজাই খেলবেন না ছাড়বেন করতে গিয়ে খোঁচা দিলেন। উইকেটের পেছনে বাকি কাজটি করেছেন লিটন দাস। তাতে নিজের টানা দুই ওভারে দুই ওপেনারকে ফেরালেন তাসকিন।
খুলনা গেজেট/এমএম