যশােরের চৌগাছা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযােদ্ধা শাহাজান কবির মৃত্যুবরণ করেছেন (ইনালিল্লাহি ওয়া ইনা ইলাহির রাজউন)। সােমবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১২ টার পরপরই তিনি ফুলসারা গ্রামের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) জােহরবাদ রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমরে দাফন সম্পন হয়েছে। এদিকে তাঁর মৃত্যুতে গভীর শােক ও সমবেদনা জানিয়েছেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী, যশাের-২ আসনের সংসদ সদস্য ডাঃ মো. তৌহিদুজ্জামানসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
পারিবারিক সূত্রে জানাগেছে, বীর মুক্তিযােদ্ধা শাহাজান কবীর দীর্ঘদিন বিভিন্ন রােগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। নিজ বাড়ীতে তিনি চিকিৎসাধীন থাকা অবস্থায় সােমবার রাতে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ফুলসারা গ্রামসহ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে শােকের ছায়া নেমে আসে। মঙ্গলবার ভােরে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রিয় নেতাকে দেখতে ছুটে যান ফুলসারা গ্রামে। সেখানে পরিবারের প্রতি সমবেদনা জানান।
মঙ্গলবার জােহরবাদ বীর মুক্তিযােদ্ধা মরহুম শাহাজান কবীরের মরাদেহ স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে নেওয়া হয়। সেখান আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনারের নেতৃত্বে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। গার্ড অব অনার প্রদান করেন ওসি তদন্ত জিল্লাল হােসেন।
গার্ড অব অনার শেষে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান আড়ারহাদ মাদ্রাসার মুফতি মা. আব্দুর রাজ্জাক। জানাজায় এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযােদ্ধা এস, এম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মেহপদী মাসুদ চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ হারুন অর রশিদ, ন্যাপের কেন্দ্রীয় সহ-সভাপতি এ্যাড. এনামুল হক, পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল, উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, অবাইদুল ইসলাম সবুজ, আব্দুল হামিদ মল্লিক, এস এম মমিনুর রহমান ও আবুল কাশেম, চৌগাছা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিনসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা । নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন হয়।
এদিকে আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযােদ্ধা শাহাজান কবীরের মৃত্যুতে শােকহাত পরিবারের প্রতি গভীর শােক ও সমবেদনা জানিয়েছেন সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, যশাের-২ আসনের সংসদ সদস্য ডাঃ মা. তৌহিদুজ্জামান, সাবেক সংসদ সদস্য এ্যাড. মনিরুল ইসলামসহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
খুলনা গেজেট/ এএজে