খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং
  চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে চোরাচালানের স্বর্ণ বহনের অভিযোগে যাত্রী আটক, বিমান জব্দ

বিশ্বকাপের ম্যাচগুলো যেসব চ্যানেলে দেখা যাবে

ক্রীড়া প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে আজ। এদিন বিকাল ৪টায় উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ওমানের বিপক্ষে মাঠে নামবে পাপুয়া নিউগিনি। দিনের দ্বিতীয় ম্যাচে রাত ৮টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল।

বিশ্বকাপের ম্যাচ যেসব চ্যানেল সম্প্রচার করবে তাদের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

বাংলাদেশি তিনটি চ্যানেলে (জিটিভি, টি-স্পোর্টস ও বিটিভি) বিশ্বকাপের খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে। এছাড়া র‌্যাবিটহোল ও বায়স্কোপ অ্যাপেও ম্যাচ উপভোগ করতে পারবেন টাইগার সমর্থকরা।

একনজরে বিভিন্ন দেশের ব্রডকাস্টারদের তালিকা:

বাংলাদেশ : জিটিভি, বিটিভি, টি-স্পোর্টস, বায়োস্কোপ, র‌্যাবিটহোল, টফি, বিঞ্জ, বিকাশ, গেম অন ও মাই স্পোর্টস।
ভারত : স্টার স্পোর্টস নেটওয়ার্ক, হটস্টার।
পাকিস্তান: পিটিভি স্পোর্টস, এএস স্পোর্টস, দারাজ অ্যাপ।
নেপাল : স্টার স্পোর্টস নেটওয়ার্ক।
মালদ্বীপ : স্টার স্পোর্টস নেটওয়ার্ক।
ভূটান : স্টার স্পোর্টস নেটওয়ার্ক।
আফগানিস্তান: আরটিএ স্পোর্টস, আরিয়ানা টিভি।
শ্রীলঙ্কা: সিয়াথিা টিভি, স্টার স্পোর্টস, সিয়াথা টিভি ওয়েবসাইট।
অস্ট্রেলিয়া: ফক্স ক্রিকেট , ফক্সটেল গো, ফক্সটেল নাও, কায়ো স্পোর্টস।
যুক্তরাজ্য: স্কাই স্পোর্টস ক্রিকেট, স্কাই স্পোর্টস মেইন ইভেন্ট, স্কাই স্পোর্টস,।মিক্স স্কাই স্পোর্টস অ্যাপ।
আয়ারল্যান্ড: স্কাই স্পোর্টস ক্রিকেট, স্কাই স্পোর্টস মেইন ইভেন্ট, স্কাই স্পোর্টস, মিক্স স্কাই স্পোর্টস অ্যাপ।
নিউজিল্যান্ড: স্কাই স্পোর্টস ৩, স্কাই স্পোর্টস নাও ওয়েবসাইট।
মধ্যপ্রাচ্য : ক্রিকলাইফ ম্যাক্স, ওমান টিভি (শুধুমাত্র মাসকাটের ম্যাচগুলো), স্টারজ প্লে, সুইট টিভি।
যুক্তরাষ্ট্র : উইলো, উইলো এক্সট্রা, ইএসপিএন+
কানাডা : উইলো, কানাডা হটস্টার।
দক্ষিণ আফ্রিকা: সুপার স্পোর্ট, ক্রিকেট সুপার স্পোর্ট, ক্রিকেট ওয়েবসাইট।
মালেশিয়া: অ্যাস্ট্রো ক্রিকেট, হট স্টার
হংকং : অ্যাস্ট্রো ক্রিকেট, ইয়ুপ টিভি।
সিঙ্গাপুর : অ্যাস্ট্রো ক্রিকেট (সিংটেল), হট।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!