খুলনা, বাংলাদেশ | ৮ কার্তিক, ১৪৩১ | ২৪ অক্টোবর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১২৯
  সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর উপদেষ্টা পরিষদের বৈঠকে সিন্ধান্ত
  তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে তিন রিভিউ আবেদনের শুনানি ১৭ নভেম্বর

বিশ্ব শিশু দিবস উপলক্ষে শিশু একাডেমির প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে খুলনা শিশু একাডেমি বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে।

আগামী ৪ অক্টোবর সকাল ১০টায় খুলনা শিশু একাডেমিতে প্রাক প্রাথমিক ও শিশু বিকাশ শিক্ষা কেন্দ্রের শিশুদের জন্য কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। একইসময়ে পথশিশু, শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য গল্পবলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার ক-বিভাগ ১০ বছর বয়স পর্যন্ত এবং খ-বিভাগ ১১ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত।

৫ অক্টোবর সকাল ১০টায় রচনা প্রতিযোগিতা (শুধু কন্যা শিশুদের জন্য)। প্রতিযোগিতার ক-বিভাগ তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিষয়: সকল শিশুর সমঅধিকার এবং খ-বিভাগ ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত বিষয়: কন্যা শিশুর সুরক্ষা।

৭ অক্টোবর সকাল সাড়ে নয়টায় মুজগুন্নি শিশু বিকাশ কেন্দ্রে কেবল শিশু বিকাশ কেন্দ্রের শিশুদের জন্য কবিত আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় খুলনা শিশু একাডেমিতে চিত্রাংকন প্রতিযোগিতা (সকল শিশুর জন্য)। প্রতিযোগিতার ক-বিভাগ: শিশু থেকে দ্বিতীয় শ্রেণি: বিষয় ও মাধ্যম উন্মুক্ত। খ-বিভাগ তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি ও গ-বিভাগ ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণি পর্যন্ত, উভয় বিভাগের বিষয়: প্রাকৃতিক দৃশ্য। মাধ্যম জল রং/ প্যাস্টেল রং।

১০ অক্টোবর সকাল ১০টায় সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে অর্টিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতা। ক-বিভাগ: ১০ বছর বয়স পর্যন্ত এবং খ-বিভাগ: ১১ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত। উভয় বিভাগের বিষয় ও মাধ্যম উন্মুক্ত।

১১ অক্টোবর সকল ১০টায় খুলনা শিশু একাডেমিতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাপনী অনুষ্ঠিত হবে।

চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার কাগজ বাংলাদেশ শিশু একাডেমি সরবরাহ করবে এবং অন্যান্য সরঞ্জামাদি শিশুদের সঙ্গে আনতে হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!